আজকে আমরা আলোচনা করব মাথার তালুতে যেমসস্ত চর্মরোগ হয়ে থাকে কুশকি ও অন্যান্য চর্মরোগের কার্যকর  হোমিওপ্যাথি ওষুধ স ম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 

খুশকিসহ মাথার তালুর চর্মরোগে হোমিওপ্যাথি ওষুধ
খুশকিসহ মাথার তালুর চর্মরোগে হোমিওপ্যাথি ওষুধ 

চুল উঠে গিয়ে টাক হয়ে যাওয়া একটি কমন রোগ হয়ে দাড়িয়েছে। এরকমন কারণ শারীরিক দুর্বলতা, মহিলাদের সাদাস্রাব হয়, সন্তান প্রসবের পর  চুল উঠে যায়, পুুরুষদের অতিরিক্ত হস্তমৈথুন, ধাতুক্ষয়ের ফলেও  চুল উঠে যায়। 

এছাড়া মাথার তালুর নানা রোগ রয়েছে যেমন খুশকি, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদির ফলেও আমাদের মাথার তালু নোংরা হয়ে যায় এবং তার ফলে চুল উঠতে থাোেক।


Scalptone Tablet: এটি খেলে স্ক্যাল্প বা মাথার খুলির চর্মরোগও ভাল হবে, খুশকিও দুর হবে আর যাদের চুল পড়ে যাচ্ছে তাদের তা বনধ হয়ে যবে। এটি ভারতীয় এসবিএল কোম্পানির তৈরি একটি কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ। এটিতে যেসমস্ত হোমিওপ্যািথ ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 

খুশকিসহ মাথার তালুর চর্মরোগে হোমিওপ্যাথি ওষুধ
Scalptone Tablet

Kali Sulph 6x: মাথার খুলির দুর্বরতা দূর করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। 

খুশকিসহ মাথার তালুর চর্মরোগে হোমিওপ্যাথি ওষুধ
Kali Sulph 6x

সেবনবিধি


>বড়রা চারটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। চুষে/চিবিয়ে খাবেন। গরম পানিসহ খাবেন। 


>ছোটরা দুট করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। চুষে/চিবিয়ে খাবেন। গরম পানিসহ খাবে। যদি গরম পানি না পান তাহলে ঠাণ্ডাা পানি দিয়েও খেতে পারেন। 


এই ওর্ষুধগুলো আপনাদের তিন মাসপর্যন্ত খেতে হবে।