অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের বাতের কারণ, লক্ষণ ও এর কার্যকর হোমিওপ্যথি চিকিৎসা নিয়ে আজকে  আলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 

হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ


কারণসমূহ


>বয়স ৪০ এর বেশি হলে এই রোগটি লক্ষ্য করা যায়। 


>জয়েন্টের কার্টিলেজ নষ্ট হয়ে গেলে । 


>জয়েন্টে মাঝে থাকা তরল পদার্থ শুকিয়ে গেলে। 

>ক্যালসিয়ামের অভাব হলে। 


>হাটুর জয়েন্টে রোগটি বেশি লক্ষ্য করা যায়।  অন্যান্য জয়েন্টেও হয়ে থাকে। 


লক্ষ্যণসমূহ


>হাটুসহ অন্যান্য জয়েন্টে প্রথমে অল্প অল্প ব্যথা হয়। পরে এই ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। 


>জয়েন্টগুলো ফুলে যায়। প্রদাহ হয়। 


>জয়েন্টের আকার বৃদ্ধি পায়। 


>ব্যথা এমন হয় যে উঠতে বসতে কষ্ট হয়। জয়েন্টের মধ্যে আড়ষ্টতাও লক্ষ্য করা যায়। 


কার্যকর হোমিওপ্যাথি ওষুধ


ADEL 26: এটি জার্মান কোম্পানি এডেল পেকানার তৈরি। ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যাথ ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 

হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
ADEL 26


 আধাকাপ পানিতে ২০ ফোটা দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন। 


Calcarea Flour 6x ও Calcarea Phos 6x: হাড়ের রোগের ক্ষেত্রে এ ওষুধ দুটি খুবই কার্যকর। ক্যালসিয়ামের অভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
Calcarea Flour 6x

হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
Calcarea Phos 6x


এই দুটি ওষুধ ৫টি ৫টি করে ট্যাবলেট মোট ১০টি ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা পর খাবেন। 


ওষুধগুলো এভাবে খেলে আপনি কিছুদিনের মধ্যেই আরাম পোয়ে যাবেন। তবে ওষুধগুলো আপনাকে অনেকদিন পর্যন্ত খেতে হতে পারে।