হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের বাতের কারণ, লক্ষণ ও এর কার্যকর হোমিওপ্যথি চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
হাড়ের বাত থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ |
কারণসমূহ
>বয়স ৪০ এর বেশি হলে এই রোগটি লক্ষ্য করা যায়।
>জয়েন্টের কার্টিলেজ নষ্ট হয়ে গেলে ।
>জয়েন্টে মাঝে থাকা তরল পদার্থ শুকিয়ে গেলে।
>ক্যালসিয়ামের অভাব হলে।
>হাটুর জয়েন্টে রোগটি বেশি লক্ষ্য করা যায়। অন্যান্য জয়েন্টেও হয়ে থাকে।
লক্ষ্যণসমূহ
>হাটুসহ অন্যান্য জয়েন্টে প্রথমে অল্প অল্প ব্যথা হয়। পরে এই ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
>জয়েন্টগুলো ফুলে যায়। প্রদাহ হয়।
>জয়েন্টের আকার বৃদ্ধি পায়।
>ব্যথা এমন হয় যে উঠতে বসতে কষ্ট হয়। জয়েন্টের মধ্যে আড়ষ্টতাও লক্ষ্য করা যায়।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
ADEL 26: এটি জার্মান কোম্পানি এডেল পেকানার তৈরি। ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যাথ ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন।
ADEL 26 |
আধাকাপ পানিতে ২০ ফোটা দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।
Calcarea Flour 6x ও Calcarea Phos 6x: হাড়ের রোগের ক্ষেত্রে এ ওষুধ দুটি খুবই কার্যকর। ক্যালসিয়ামের অভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Calcarea Flour 6x |
Calcarea Phos 6x |
এই দুটি ওষুধ ৫টি ৫টি করে ট্যাবলেট মোট ১০টি ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা পর খাবেন।
ওষুধগুলো এভাবে খেলে আপনি কিছুদিনের মধ্যেই আরাম পোয়ে যাবেন। তবে ওষুধগুলো আপনাকে অনেকদিন পর্যন্ত খেতে হতে পারে।