হাড় ও মাংসপেশীর যাবতীয় ব্যথার হোমিওপ্যাথি ওষুধ
আঘাতজনিত বা একসিডেন্টের ফলে যেসমস্ত ব্যথা, মাংসপেশীর ব্যথা ও হাড়ের ব্যথার একটি কার্যকর হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ সম্পর্কে। তাই যাদের বিষয়টি জানা প্রয়োজন তারা পুরো ভিডিওটি দেখুন।
হাড় ও মাংসপেশীর যাবতীয় ব্যথার হোমিওপ্যাথি ওষুধ |
চলার পথে আমরা পড়ে গিয়ে বা একসিডেন্টের ফলে বা আমাদের বাচ্চারা কোথাও থেকে পড়ে গিয়ে নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথায় ভোগে। এছাড়া অতিরিক্ত পরিশ্রমের ফলেও আমাদের শরীরের মাংসপেশীতে ব্যথা হয়ে থাকে, আমাদের হাড়ে ব্যথা হয়ে থাকে। চোট লাগার ফলে ব্যথা হয়ে থাকে।
এই ব্যথা-যন্ত্রণার ফলে আমরা খুব কষ্ট পাই, ঘুম ঠিকঠাক হয়না। এসব ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ Arnica Complex homeopathic medicine নিয়ে আলোচনা করব।
Arnica Complex homeopathic medicine
এটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি ওষুধ লাগবে।
১. Arnica Montana Q
২. Rhus Toxicodendron Q
৩. Ruta Graveolens Q
Arnica Montana Q |
Rhus Toxicodendron Q |
Ruta Graveolens Q |
এই তিনটি ওষুধ সমপরিমাণ নিয়ে একটি কাচের শিশিতে মিশিয়ে ভাল করে ঝাকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল Arnica Complex homeopathic medicine .
সেবনবিধি
>বড়রা আধাকাপ পানিতে ২০ ফোটা করে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা ১০ ফোটা করে আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
এভাবে যদি খান তাহলে আমাদের শরীরে যন্ত্রণা, ভেতর-বাইরের ব্যথা, আঘাতের ব্যথা, কাজ করার ফলে ব্যথা, যাবতীয় ব্যথা থেকে আপনারা আরাম পেয়ে যাবেন।
এই ওষুধটি আপনারা বাহ্যিক প্রয়োগ করতে পারেন অর্থাৎ এই ওষুধ দিয়ে আপনারা যে সমস্ত জায়গায় ব্যথা করে সে সমস্ত জায়গায় মালিশ করতে পারেন।