বর্তমান সময়ে এমন ব্যক্তি নাই যার পেটে সমস্যা নাই। পেট ফুলে যাওয়া, বদহজম, বুক জ্বালা, মুখ টক, গ্যাস এই সমস্ত লক্ষণ প্রায় সব মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে পেটের এসব সমস্যাসহ যাবতীয় সমস্যার একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ Carbo Veg সম্বন্ধে। এটি কোন কোন লক্ষণে আর কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন সেই সম্বন্ধেও আলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা সম্পূর্ণ পোস্ট/ভিডিওটি দেখুন। 

পেটের যাবতীয় সমস্যাসহ নানা রোগের অব্যর্থ হোমিওপ্যাথি ওষুধ
পেটের যাবতীয় সমস্যাসহ নানা রোগের অব্যর্থ হোমিওপ্যাথি ওষুধ

Carbo Veg ওষুধটি কাঠ-কয়লা দিয়ে তৈরি করা। এই ওষুধটি বিভিন্ন রোগে প্রয়োগ করে আমরা সুফল পেয়ে থাকি। ওষুধটি প্রয়োগ করার আগে আামদের জেনে নিতে হতে ওষুধটির লক্ষণ সম্পর্কে। অর্থাৎ কোন কোন লক্ষণে একটি প্রয়োগ করা হবে। 


মানসিক লক্ষণসমূহ

>রোগী বেশি চিন্তা করতে পারে না। তার স্মরণশক্তি খুব অল্প হয় আর তিনি অলস প্রকৃতি হন। 

>রোগী অন্ধকারে ভূতের ভয় করে। 

 শারীরিক লক্ষণ

>জটিল কোনো রোগ ভোগ করার ফলে যদি রোগীর জীবনীশক্তি কমে যায় তাহলে ওষুধটি খুবই উপকারী। 

>কোনো খাবারই রোগীর হজম হতে চায়না। পেট ফুলে যায়, পেট ফাপা, পেটে বায়ু জমে। 

>মদ্যপানের ফলে পেটে গন্ডগোল হলে। 

>আমিশ জাতীয় খাবার খাওয়ার ফলে যদি পেটের গণ্ডগোল হয়।  

>তেলে ভাজা খাওয়ার ফলে যদি পেটে গণ্ডগোল, পেট ফুলে যায়। 

>যদি ঢেকুর উঠে তাহলে পেটের ফোলা কমে। পেটে আরামবোধ করে। এমন লক্ষণে ওষুধটি উপকারী। 

 >রক্তে অক্সিজেনের অভাবে রক্তের রং কালচে হয়। রক্ত ঠিকমতো জমাট যদি না বাধে তাহলে Carbo Veg খুবই উপকারী। 

>বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিদের দুর্বলতায় Carbo Veg খুবই উপকারী। 

>যদি স্বরভঙ্গ হয়, সন্ধ্যায় যদি স্বরভঙ্গ বাড়ে বা স্যাতসেতে আবহওয়ায় স্বরভঙ্গ বাড়ে সেক্ষেত্রে ওষুধটি খুব উপকারী। 

>দাতের মাঢ়ি যদি দুর্বল হয়, যদি মাঢ়ি থেকে রক্ত পড়ে আর মাঢ়ি চুষলে যদি রক্ত বের হয় সেক্সেত্রে এটি খুব উপকারী ওষুধ। 

>কুইনাইন ও পারদের অপব্যবহারজনিত সমস্যায়।

>কলেরার সময় যদি হাতপা ঠাণ্ডা হয়ে যায় সেক্ষেত্রেও এটি উপকারী। 

>অত্যধিক রক্তক্ষরণের ফলে বা নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক যেকোনো স্থান দিয়ে যদি রক্ত পড়ে তার সাথে যদি হাতপা ঠাণ্ডা হয়ে যায়, শীতল ভাব হয়ে যায়,  মরার মতো হয়ে যায় তখন এটি উপকারী। 

> হাম রোগের পর থেকে বা শিশুকালে হুপিং কাশির পর থেকে যদি হাপানি কাশি কারো হয় তাহলে এই রোগের ক্ষেত্রে কাবো ভেজ ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। 

>গলার ইরিটেশনের ফলে যদি কাশি হয়, কাশার স ময় বুক চেপে ধরে এমন লক্ষণে। 

>কোনো ক্ষত যদি গ্যাংগ্রিনে পরিণত হয় তাহলে ওষুধটি খুবই উপকারী। 

>মহিলাদের ঋতুস্রাবে পচা দুর্ঘন্ধ আসে, সাদাস্রাব বা লিউকোরিয়া হলে, যোনীপথ যদি চুলকায়, জ্বালা করে এমন লক্ষ্যণের কাবোরএভজ খুব উপকারী। ডান ওভারিতে ব্যথা করলেও। 

>জরায়ু মুখ ফুলে গেলে Carbo Veg উপকারী। 

>শরীরে অত্যধিক রস-রক্ত ক্ষয় হলে যদি দুর্বলতা আসে তাহলে Carbo Veg খুব উপকারী। 

>কোনো মহিলা সন্তানদের অত্যধিক দুধপান করানোর ফলে তার মধ্যে দুর্বলতা আসে, সাদাস্রাবের ফলে দুর্বলতা হলে  এটি কার্যকর।

>পুরুষরা যদি অত্যধিক হস্তমৈথুন করে, স্বপ্নদোষ হয়, অত্যধিক সহবাস করে তার ফলে যদি দুর্বলতা আসে। 

>যদি ফুসফুসে কোনো রোগ হওয়ার ফলে অত্যধিক কফ হয় তাহলে উপকারী। 

>যদি মাথা যন্ত্রণা করে আর মনে হয় যে মাথার উপর কিছু একটা চাপানো আছে তাহলে Carbo Veg খুবই উপকারী। 

>জটিল রোগ ভোগ করার পর যদি চুল উঠে তাহলে এটি খুব কার্যকর। 

>জটিল রোগ ভোগ করার পর যদি কানে পুজ হয় বা খৈল জমার ফলে যদি কানে কম শোনে তাহলে কাবোরএভজ খুব উপকারী। 

>দীর্ঘদিন ধরে জ্বর কিন্তু প্রবল জ্বর না, কুইনাইন ব্যবহার করার পরও যদি জ্বর না থামে তাহলে Carbo Veg ব্যবহার করলে উপকার পাবে। 

>পুজজনিত রক্ত বিষাক্ত হয়ে এবং টায়ফয়েডের কারণে যখন হাতপা ঠাণ্ডা হয়ে যায় সেক্সেত্রে Carbo Veg খুবই উপকারী। 

>ঢেুকর উঠলে রোগী অঅরামবোধ করে। 

>রোগীকে বাতাস করা হলে আরামবোধ করে।

>খোলা বায়ুতে রোগী আরামবোধ করে। 

সেবনবিধি

পেটের যাবতীয় সমস্যাসহ নানা রোগের অব্যর্থ হোমিওপ্যাথি ওষুধ
Carbo Veg 3x

এবার জেনে নিই Carbo Veg কত পাওয়ার ব্যবহার করব সেই সম্বন্ধে। Carbo Veg 3x ব্যবহাার করবেন। এটি ট্যাবলেট। 

>পুরনো রোগের ক্সেত্রে বড়রা দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। যদি নতুন রোগ হয়, জ্বর-সর্দি-কাশি ইত্যাগি রোগ হয় বা খুবই জরুরি কোনো রোগ হয় সেক্ষেত্রে বড়রা দুটি করে ট্যাবলেট এক ঘণ্টা পরপর খাবেন। 

>ছোটরা বড়দের তুলনায় অর্ধেক অর্থাৎ একটি করে টাবলেট খাবে।