বিভিন্ন ধরনের ডায়াবেটিস আছে। টাইপ ওয়ান, টাইপ ২ ইত্যািদ।  ডায়াবেটিসের টাইপ নিয়ে তাত্ত্বিক আলোচনায় গেলাম না। এই ওষুধটি সব দরনের ডায়াবেটিসের জন্যই কার্যকর। 

ডায়াবেটিস কমানোর হোমিওপ্যাথি ওষুধ


লক্ষণ


>অতিরিক্তক্ষুধা লাগবে। 


>ঘণ ঘন প্রসাব হবে। িবেশি প্রস্রাব হবে।

 

>পিপাসা বেশি লাগবে। 


> ঘা শুকাতে চাইবে না। 


>কেটে গেলে তাড়াতাড়ি শুকাতে চাইবে না। 


>দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকবে। ঝাপসা দেখবে। 


জার্মান কম্বিনেশন মেডিসিনি

ডায়াবেটিস কমানোর হোমিওপ্যাথি ওষুধ
ADEL 18

এই ওষুধটি হচ্ছে ADEL 18. এটি জার্মানির পেকানা কোম্পানির তৈরি। এটি ডায়াবেটিস ম্যানেজমেন্ট ড্রপ। 


এটি শরীরে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। ব্লাডে সুগার নিয়ন্ত্রণে রাখে। 


প্রস্রাবের সুগারকেও নিয়ন্ত্রণে রাখে। 


সুগাররে কারণে যেসমস্ত অসুস্থতা থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। 


ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। 


সেবনবিধি


>১৫ থেকে ২০ ফোঁটা করে কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


এভাবে যদি এই ওষুধটি আপনারা খেয়ে যান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর ডায়াবেটিসের ফলে যেসমস্ত দুর্বলতা হয়ে থাকে তা দূর হয়ে যাবে।