আকাঙ্খা কেন কমে যায় 


> শারীরিক-মানসিক দুর্বলতা


>অতিরিক্ত সাদাস্রাবের কারণে


>সন্তান হওয়ার পর দুর্বলতা থেকে গেলে


>জরায়ুর দুর্বলতা ও টিউমারসহ নানা রোগের কারণে


>হরমোনাল ইমব্যালেন্সের কারণেও এটা হয়। 

মহিলাদের যৌন আকাঙ্খা না থাকেল যে হোমিও ওষুধ খাবেন
মহিলাদের যৌন আকাঙ্খা না থাকেল যে হোমিও ওষুধ খাবেন


কম্বিনেশন ওষুধ


এটি তৈরি করতে দুটি হোমিওপ্যাথি ওষুধ লাগে।


> Agnus Cast Q : এটি পুরুষদের পাশাপাশি মহিলাদেরও যৌন দুর্বলতা দুর করতে কার্যকর। 

Agnus Cast Q

>Damiana Q:  এটিও পুরুষদের পাশাপাশি মহিলাদেরও যৌন দুর্বলতা দুর করতে কার্যকর। 

Damiana Q

এই দুটি ওষুধ ২০ এমএল করে কিনে একটি ৫০ এমএলের কাচের শিশিতে ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিবেন। 


সেবনবিধি


২০ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে দিনে সকাল, দুপুর ও রাতে খেতে হবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে হবে। 


আরেকটি হোমিওপ্যাথি ওষুধ

Sepia 30

>Sepia 30: এটিও মেয়েদের যৌন আকাঙ্খা বাড়াতে খুব কার্যকর। 


এটি সবচেয়ে কম পরিমাণ সিল্ড প্যাক কিনতে হবে। 


সেবনবিধি


এটি প্রতিদিন রাতে ঘুমানোর সময় তিন ফোঁটা করে জিভে দিয়ে একবার খাবেন। 


বায়োকেমিক মেডিসিন


> Natrum Muriaticum Biochemic Tablet 6X


Natrum Muriaticum Biochemic Tablet 6X

যোনীতে যদি শুস্কতা লক্ষ্য করা যায়, সহবাসে কষ্ট হয়, ব্যথা হয় সেক্ষেত্রে এটি খুব কার্যকর। এককথা মহিলাদের শারীরিক-মানসিক দুর্বলতার কারণে যদি যৌণ দুর্বলতা লক্ষ্য করা যায়, স্বামী সহবাসে অক্ষমতা লক্ষ্য করা যায় তাহলে এটি খুব কার্যকর। 


সেবনবিধি


চারটি করে ট্যাবলেট সকালে ও রাতে খেতে হবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে হবে। যদি অন্য কোনো মেডিসিন খান তাহলে ১০ মিনিট গ্যাপ দিয়ে খাবেন। 


ট্যাবলেটটি চুষে খেতে গরম পানি খেলে বেশি কার্যকর হবে। 



শেষকথা


সবগুলো ওষুধই খেতে হবে। এক মাসের মধ্যে উপকার পাবেন।