ডায়েবেটিস, কোলেস্টেরল ও ওজন-চর্বি কমানোর ১টি হোমিও ওষুধ
বর্তমান সময়ে ডায়বেটিস, হাই কোলেস্টেরল, অতিরিক্ত ওজনের মতো সমস্যাগুলো প্রায়ই মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। প্রতি দুইজনের মধ্যে একজনের এই সমস্যা থাকে। পরিশ্রম না করার কারণে এমনটা হয়। এখনকার লাইফস্টাইলও এজন্য দায়ী।
ডায়েবেটিস, কোলেস্টেরল ও ওজন-চর্বি কমানোর ১টি হোমিও ওষুধ |
হোমিওপ্যাথি ওষুধ
gambogia-q |
>GAMBOGIA GARCINIA TINCTURE
উল্লিখিত তিনটা অসুখেই খুব কার্যকর। এটা নয়টি বিশেষ কাজ করে শরীরে-
>ক্ষুধা কমানো।
>চর্বি কমানো।
>মাংসপেশীকে শক্ত করে।
>কোলেস্টরেলের মাত্রা কমায়।
>বিষণ্ণতা কমায়।
>পরিশ্রম করলেও ক্লান্তি আসে না।
>মিস্টি খাওয়ার প্রতি আকাঙ্খা কমায়।
>ঘুমের উন্নতি করে।
>হজমশক্তি বাড়ায়।
দুটি ফর্মে ওষুধটি পাওয়া যায়-মাদার টিংচার ও ১এক্স নিবেন। লিকুইড ও ট্যাবলেট দুই ফর্মেই পাওয়া যায়।
সেবনবিধি
লিকুইড আকারে যদি পান তাহলে বড়রা ২০ ফোঁটা করে হাফ কাপ পানিতে দিয়ে সকাল দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে-পরে খাবেন।
ছোটরা ১০ ফোঁটা করে হাফকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
ট্যাবলেট হলে বড়রা দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে-পরে খাবেন।
ছোটরা একটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত খেতে পারেন। তাতে কোনো অসুবিধা হবে না।