ডেঙ্গু থেকে বাঁচতে পরিবারের সবাইকে খাওয়ান এই জার্মান হোমিও ওষুধটি
ডেঙ্গু জ্বর সম্পর্কে আমরা সবােই জানি। এটি একটি ভয়াবহ ভাইরাস জ্বর। ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে সংক্রমিত হলে এই জ্বর হয়। এটি মশার কামড়ের মাধ্যমে আমাদের শরীরে সংক্রমিত হয়। এটির বাহক এডিস মশা।
ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হোমিওপ্যাথি ওষুধ |
লক্ষণসমূহ
১. ১০২ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত জ্বর দেখা দেবে।
২. প্রচণ্ড মাথাব্যাথা করবে।
৩. চোখের মনির পেছন দিকে ব্যাথা করবে।
৪. ঘাম হবে।
৫. বমিভাব থাকবে। বমিও হবে।
৬. কোষ্ঠকাঠিন্য থাকবে।
৭. খাবারে অরুচি
৮. চামড়ায় লাল র্যাশ দেখা দিতে পারে।
৯. অনিদ্রা, বিষণ্নতা লক্ষ করা যাবে।
ডেঙ্গু জ্বর সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়। কিন্তু যদি না সারে তবে পরবর্তীতে এটা আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে। তখন এই ডেঙ্গু জ্বরকে বলা হবে Dengue Hemorrhagic Fever.
Dengue Hemorrhagic Fever এর লক্ষণসমূহ
১. ডেঙ্গু জ্বরের সব লক্ষণ থাকবে।
২. এছাড়া ও রক্তস্রাব দেখে দেবে। তা হচ্ছে দাতের মাঢ়ি দিয়ে রক্তস্রাব দেখা দেবে। বমির সাথে রক্তস্রাব দেখা দেবে।
৩. প্রস্রাবের সাথে রক্তস্রাব দেখা দিতে পারে।
৪. পায়খানার সাথে রক্তস্রাব দেখা দিতে পারে।
৫. নাক থেকে রক্তস্রাব হতে পারে।
৬. ত্বক বা চামড়া থেকেও রক্তস্রাব দেখা দিবে।
৭. দুর্বলতা লক্ষ করা যাবে।
৮. ওজন কমে যাবে।
৯. শ্বাসপ্রশ্বাসের সমস্যা লক্ষা করা যাবে।
বাঁচার উপায়
১. প্রথমত মশার কামড় থেকে বাঁচতে হবে। এজন্য মশারী ব্যবহার করা সবচেয়ে ভাল। পাশাপাশি মশানিরোধক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. পাত্রে যাতে পানি জমে মশার জন্ম হতে না পারে সেব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
৩. আশেপাশে ডেঙ্গু জ্বরের প্রবণতা দেখলে সাবধানতা আরও বাড়িয়ে দিতে হবে।
ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হোমিওপ্যাথি ওষুধ Eupatorium Perfoliatum 200 |
এই ওষুধটি হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রধান ওষুধ। এটি প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে হবে। এটি যদি এক সপ্তাহমতো ব্যবহার করা যায় তাহলে ডেঙ্গু জ্বর হবেই না। ডেঙ্গু ভাইরাস আমাদের আক্রমণই করতে পারবে না।
সেবনবিধি
বড়রা দুফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে খাবেন। এক সপ্তাহ পর্যন্ত খাবেন।
আর ছোটরা এক চামচ পানিতে একফোঁটা করে দিয়ে প্রতিদিন সকালে খালিপেটে একবার করে খাবে। এক সপ্তাহ পর্যন্ত খাবে।
একবার এক সপ্তাহ খেলে চলতি মওসুমে আর খেতে হবে না।
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-05.