পুরুষদের বয়স ধরে রাখার বা অকাল বার্ধক্য ঠেকানোর কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। 

কিছু পুরুষ এমন থাকে যাদের অল্প বয়সেই বয়স্ক মনে হয়। আবার কিছু পুরুষ আছে যাদের বয়স অনেক কিন্তু দেখতে যুবকের মতো লাগে। মনে হয় যেন এখনো তাদের যৌবন ফুটে উঠছে। 


আর যাদের অকাল বার্ধক্য হয়েছে তাদের যেন মনে হয় জীবন শেষের দিকে। 

পুরুষদের যৌবন অটুট রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষদের যৌবন অটুট রাখার হোমিওপ্যাথি ওষুধ


অকাল বার্ধক্যের কারণ


নানা কারণ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো হরমোনের দুর্বলতা। পুরুষদের যেসমস্ত হরমোন রয়েছে তার মধ্যে মেইল সেক্সুয়াল হরমোন যেমন টেস্টোস্টেরন-এসমস্ত হরমোনের দুর্বলতা। এছাড়া বডিগ্রোথ যেসমস্ত হরমোন রয়েছে, থাইরয়েড থেকে যেসমস্ত হরমোন রয়েছে সেসমস্ত হরমোনের দুর্বলতার কারণে পুরুষদের অকাল বার্ধক্য দেখা দেয়। 


দ্বিতীয় যে কারণ তাহলে অত্যধিক পরিশ্রম। অত্যধিক পরিশ্রমের কারণেও পুরুষদের মধ্যে অকাল বার্ধক্য লক্ষ্য করা যায়। রাত জেগে জেগে পড়াাশোনা করা, রাত জেগে জেগে পরিশ্রম করা ইত্যাদি  কারণে পুরুষদের শরীর ভেঙ্গে যায়। 


তৃতীয়  যে কারণ তাহলো পুষ্টির অভাব। একজন পুরুষের যতটা পরিমাণ পুষ্টির রকার ততটো পুষ্টি যদি শরীর না পায় তাহলে শরীরের বিভিন্ন টিস্যুর গ্রোথ কমে যায় । একারণে পুরুষের অকাল বার্ধক্য দেখা দেয়। 


চতুর্থ যে কারণ তাহলো রোগে ভোগা। পুরুষদের যেসমস্ত জটিল যৌনরোগ রয়েছে যেমন স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, অত্যধিক সহবাস, অত্যধিক ধাতুক্ষয়, হস্তমৈথুন ইত্যাদির ফলে অকাল বার্ধক্য দেখা দেয়। 


এাড়াও পুরুষদের যৌবন হারিয়ে ফেলা বা অকাল বার্ধক্যের নানা করণ রয়েছে। যেমন অনিদ্রা, বিষন্নতা, মানসিক চাপ ইত্যাদি কারণেও অকাল বার্ধক্য লক্ষ করা যায়। 


হোমিওপ্যাথি ওষুধ


Ashwagandha Mother Tincture Q , Alfalfa Mother Tincture Q, Agnus Cast Mother Tincture Q, Avena Sativa Mother Tincture Q -এই চারটি ওষুধ সম্পর্কে একটু আলোচনা করি। 


Ashwagandha Mother Tincture Q /Class-C: 


পুরুষদের যৌনরোগে কার্যকর একটি ওষুধ। এছাড়া এটি মানসিক ও শারীরিক দুর্বলতা দুর করে। 


পুরুষরা বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষরা বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ Ashwagandha Mother Tincture Q

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার  করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-22.

Alfalfa Mother Tincture Q /Class-A: 


হোমিওপ্যাথির একটি টনিক বললেই চলে। এটিতে শরীরের সমস্ত প্রকার দুর্বলতা, মানসিক দুর্বলতা দুর করে। আমাদের কোষ ও টিস্যুকে শক্তি যোগাতে খুবই সাহায্য করে। 



পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষরা বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ Alfalfa Mother Tincture Q 

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার  করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-22.

Agnus Cast Mother Tincture Q /Class-C: 


পুরুষদের ধাতু দুর্বলতা, অত্যধিক হস্তমৈথুন, অত্যধিক স্নপ্নদোষ, অত্যধিক সহবাসের ফলে যদি দুর্বলতা চলে আসে তাহলে এই ওষুধটি পুরুষদের জন্য অমৃতসম। এই ওষুধটি যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে তাদের যৌনক্ষমতা ঠিক থাকে। 

পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ  Agnus Castus Mother Tincture Q

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার  করতে কোড নাম্বার উল্লেখ করুন। 
CODE-23.

Avena Sativa Mother Tincture Q /Class-C: 


পুরুষদের যৌন দুর্বলতা ঠিক করতে এবং শারীরিক ও মানসিক দুর্বলতা দুর করার একটি কার্যকর হোমিও ওষুধ। 

পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ  Avena Sativa Mother Tincture Q

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-24.

সেবনবিধি


এই চারটি ওষুধ 20 থেকে 25 ML করে নিবেন। তারপর 100 ML এর একটি কাঁচের শিশি নিবেন। শিশিতে সমস্ত ওষুধ ভালভাবে মিশিয়ে নিন। তারপর ১০/১২ বার ঝাকিয়ে নিন। 


তৈরি হয়ে গেল পুরুষদের যৌবন অটুট রাখার একটি হোমিওপ্যথি মিকচার। এই মিকচার ৩০ ফোঁটা করে দিনে দুইবার খেতে হবে। খাবার আধঘণ্টা আগে আধাকাপ পানিতে দিয়ে খেতে হবে। 


সকালে একবার খাওয়ার আধঘণ্টা আগে এবং রাতে একবার খাবার আধঘণ্টা আগে। 


Embelica Officinalis Mother Tincture Q :


এর সাথে সাথে আরেকটি হোমিওপ্যাথি ওষুধ আপনাদের খেতে হবে তা হচ্ছে Embelica Officinalis Mother Tincture Q. এটি 30 ML মতো কিনে নিবেন। 


এটি প্রতিদিন সকালে খালি পেটে ১০ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে খেতে হবে। প্রত্যেকদিন একবার করে খেতে হবে।


ফলে অপনাকে অকাল বার্ধক্য থেকে এই ওষুধটি রক্ষা করবে। আপনার যৌবনকে অটুট রাখবে। 

পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষদের বয়স ধরে রাখার হোমিওপ্যাথি ওষুধ  Embelica Officinalis Mother Tincture Q

দাম: ২০০ টাকা/ ৩০ এমএল। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-25.

শেষ কথা


এখানে যে ওষুধগুলোর কথা বলা হলো সেগুলো আপনাদের দীর্ঘদিন খেয়ে যেতে হবে। তাহলে আপনাদের যৌবন অটুট থাকবে। কোনও রকম শারীরিক-মানসিক এবং পুরুষের যেসমস্ত দুর্বলতা হয় সেসমস্ত দুর্বলতা আসবে না। 


আপনার বয়স হলেও আপনার সমস্ত রকম ক্ষমতা ভাল থাকবে। 


যে বিষয়গুলো মানতে হবে


পুষ্টিকর খাবার খেতে হবে। অত্যধিক পরিশ্রম না করে ঠিকঠাক সময়ে ঘুমাতে হবে। অত্যধিক অলসতা না করে সকাল সকাল কিছু ব্যয়াম, জোর কদমে হাটাহাটি করতে হবে। এর সাথে বলব আপনাদের যদি কোনও রোগ হয়ে থাকে সেসমস্ত রোগের নিরাময় করে নেওয়া দরকার। 




এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।