ফিস্টুলা রোগের হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ
ফিস্টুল হওয়ার নানা কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো গুহ্যদ্বার বা এনালের প্বার্শবর্তী চামড়ায় প্রদাহ বা ছোট ছোট ফুসকুড়ি বা ফোঁড়ার মতো হয়। এটি ফেটে গিয়ে ফিস্টুলা হয়।
ফিস্টুলা হওয়ার আরেকটি কারণ হলো গুহ্যদ্বার মলদ্বারের ভেতরে ক্ষত বা আলসার হয়ে তা দিনে দিনে বেড়ে গিয়ে তা চামড়ার কাছে এসে যায়। তা থেকে ফিস্টুলা হয়।
ফিস্টুলা রোগের হোমিওপ্যাথি ওষুধ |
গুহ্যদ্বার বা মলদ্বারে ক্যানসার হলে তা থেকেও ফিস্টুলা হয়। এ ধরনের ফিস্টুলা হচ্ছে দুরারোগ্য।
উদরাময়, অর্শ্ব, আমাশয়- ইত্যাদি কারণেও ফিস্টুলা হয়।
পায়খানা করার সময় বেশি চাপ দেওয়ার কারণেও ফিস্টুলা হতে পারে।
লক্ষণসমূহ
গুহ্যদ্বারের পার্শ্ববর্তী চামড়ায় সরু ছিদ্র হয় এবং তা থেকে পুঁজ বা পুঁজ জাতীয় রস বের হতে থাকে। অনেক সময় মলদ্বার দিয়ে পুঁজ বের হয়। ফুসকুড়ি বা ফোঁড়ার মতো ফেটে যায়। তা থেকে অনেক পরিমাণ পুঁজ বের হয়। তাতে প্রদাহ বা ব্যাথা-বেদনা থাকে।
হাঁটাচলা বা পায়খানা করার সময় এই ব্যাথা-বেদনা বেশি হয়।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
Myristica 200:
সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন। এটি দিনে দুবার জিভে তিনফোঁটা করে দিয়ে খাবেন। সকালে ও বিকেলে খাবেন। ওই ওষুধটি যেকোনো লক্ষণে ফিস্টুলা নিরাময়ে একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ।
ফিস্টুলা রোগের হোমিওপ্যাথি ওষুধ myristica 200 |
এটি যদি খান তবে আপনি কিছুদিনের মধ্যে আরাম লক্ষ্য করতে পারবেন। তবে এই ওষুধটি দীর্ঘ ছয়মাস পর্যন্ত খেতে হবে।
Calcarea Phos 6X:
Myristica 200 এর সাথে যে কার্যকর বায়োকেমিক ওষুধ খেতে হবে তার মধ্যে একটি হলো Calcarea Phos 6X.
ফিস্টুলা রোগের হোমিওপ্যাথি ওষুধ Calcarea Phos 6X |
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-20
Silicea 6x:
Myristica 200 এর সাথে আরেকটি হচ্ছে যে বায়োকেমিক ওষুধ খেতে হবে তার নাম Silicea 6x.
ফিস্টুলা রোগের হোমিওপ্যাথি ওষুধ Silicea 6x |
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-21.
সেবনবিধি
Calcarea Phos 6X ও Silicea 6x ওষুধ দুটি ২০ গ্রাম মতো কিনতে হবে। এই ওষুধ দুটি দিনে তিনবার খেতে হবে। চারটি করে বড়ি দিনে তিনবার খেতে হবে। খাবার আধঘণ্টা পর খেতে হবে।
Myristica 200 খাবার আগে খেতে হবে।
এই ওষুধগুলো ছয়মাস পর্যন্ত খেতে হবে।